সিলেটে কিডনী আক্রান্ত তাপস সবার সহযোগিতা নিয়ে বাচঁতে চায়

চায়ের কাপ হাতে নিয়ে দোকানে দোকানে ফেরি করা কিশোর তাপস দাশ। অভাবের কারণে স্কুলেরে বারান্দায় ও যেতে পাড়েনি সে। বয়স বেশি নয় ১৪-১৫ হবে। এক সময় সবই ছিল তার। কারণ বসত ছোটবেলায়ই তাপসের বাবা মা’র সংসার ভেঙ্গে যায়। পরে তার বাবা ছেড়ে চলে যায়। কিছুদিন মা আগলে রাখলেও অবশেষে মাও বিয়ে করে নেয় অন্য আরেক জনকে। বর্তমানে তাপসের অভিবাবক হিসেবে আছে একমাত্র নানি। বিটা-বাড়ি বলতে নেই কিছুই। তাদের পেটের তাগিদে তাপস কাজ করতেন একটি চায়ের দোকানে। এ টাকা দিয়েই চলত দাদী-নাতীর সংসার। দীর্ঘদিন যাবত কিডনি জটিলতা রোগে ভুগছে তাপস। এই … Continue reading সিলেটে কিডনী আক্রান্ত তাপস সবার সহযোগিতা নিয়ে বাচঁতে চায়